ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

সাকিবরা হায়দ্রাবাদের শক্তি বাড়াবেঃ পাঠান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসর ধরেই মিডল অর্ডারে যোগ্য ব্যাটসম্যানের অভাব বোধ করে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের নবম আসরে দলটি চ্যাম্পিয়ন হলেও দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই মিডল অর্ডার ব্যাটসম্যানেরা রান পেতে গলদঘর্ম হয়েছেন।

দশম আইপিএলেও একই অবস্থার মুখে পড়তে হয়েছিলো দলটিকে। হায়দ্রাবাদের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে বেশিরভাগ ম্যাচেই রান করে দিয়ে গেছেন ওপেনাররাই। তবে এই সমস্যা নিরসনে এবারের আইপিএলে অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামেও বেশ ভালো দাও মেরেছে তারা। মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্যে তারা দলে নিয়েছে সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মনিষ পান্ডের মতো ব্যাটসম্যানদের। আর সানরাইজার্সের এবারের দল নিয়ে অনেকটাই আশাবাদি সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

স্টার স্পোর্টসের আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে পাঠান জানিয়েছেন এবারের নিলামে অসাধারণ একটি দলই তৈরি করেছে হায়দ্রাবাদ। বিশেষ করে মিডল অর্ডারের যে সমস্যাটি ছিলো সেটা এবার অনেকটা কাটাতে পারবে হায়দ্রাবাদ বলে মনে করেন তিনি। পাঠান বলেন,’দলের কথা যদি বলেন, তাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী। আপনি দেখে থাকবেন ম্যাচ উইনারের দিক থেকে তাদের মিডল অর্ডার এর আগে অনেক সংগ্রাম করেছে। তবে তারা এখন এমন কিছু ক্রিকেটার পেয়েছে যে যারা এখন ফিনিশারের ভূমিকা পালন করতে পারবে। ‘

ভারতীয় এই অলরাউন্ডার আরো বললেন, ‘তারা পেয়েছে মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের যারা একদম শেষ পর্যন্ত খেলে আসতে পারে। আমার মনে হয় এই দিকটি তারা সমাধান করতে পেরেছে এই আসরে। ‘

পাশাপাশি এবারের নিলামে সানরাইজার্সরা তাদের ইস্যুগুলো ঠিকভাবেই তুলে ধরতে পেরেছে বলে বিশ্বাস করেন ইউসুফ পাঠান। তার মতে এবারের আসরে যোগ্য ফিনিশার নিয়েই খেলতে নামবে দলটি যার অভাব ছিলো গত আসরগুলোতে। পাঠানের ভাষ্যমতে,’নিলামে এসআরএস অসাধারণ দল তৈরি করেছে। তারা তাদের ইস্যুগুলো এর আগে তুলে ধরতে পেরেছে সফলভাবে। আমার মনে হয় তারা মিডল অর্ডারে কিছুটা সমস্যায় ভুগছিলো। আপনি যদি এসআরএসের আইপিএল পরিসসংখ্যান ঘাঁটেন তাহলে দেখতে পারবেন দেখবেন তাদের দারুণ দুইজন অপেনার আছে শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার। সাকিবরা হায়দ্রাবাদের শক্তি বাড়াবে।

কিছু টপ অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো ছিলো, তবে ফিনিশারের অভাব প্রকট ছিলো তাদের দলে। আমার মনে হয় তারা এই ইস্যুটিই নিলামে তুলে ধরতে পেরেছে। সুতরাং আমার মতে এবারের আইপিএলে সানরাইজার্সের মিডল অর্ডার অনেক বড় ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

সাকিবরা হায়দ্রাবাদের শক্তি বাড়াবেঃ পাঠান

আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসর ধরেই মিডল অর্ডারে যোগ্য ব্যাটসম্যানের অভাব বোধ করে আসছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের নবম আসরে দলটি চ্যাম্পিয়ন হলেও দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই মিডল অর্ডার ব্যাটসম্যানেরা রান পেতে গলদঘর্ম হয়েছেন।

দশম আইপিএলেও একই অবস্থার মুখে পড়তে হয়েছিলো দলটিকে। হায়দ্রাবাদের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে বেশিরভাগ ম্যাচেই রান করে দিয়ে গেছেন ওপেনাররাই। তবে এই সমস্যা নিরসনে এবারের আইপিএলে অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামেও বেশ ভালো দাও মেরেছে তারা। মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্যে তারা দলে নিয়েছে সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মনিষ পান্ডের মতো ব্যাটসম্যানদের। আর সানরাইজার্সের এবারের দল নিয়ে অনেকটাই আশাবাদি সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

স্টার স্পোর্টসের আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে পাঠান জানিয়েছেন এবারের নিলামে অসাধারণ একটি দলই তৈরি করেছে হায়দ্রাবাদ। বিশেষ করে মিডল অর্ডারের যে সমস্যাটি ছিলো সেটা এবার অনেকটা কাটাতে পারবে হায়দ্রাবাদ বলে মনে করেন তিনি। পাঠান বলেন,’দলের কথা যদি বলেন, তাদের মিডল অর্ডার অনেক শক্তিশালী। আপনি দেখে থাকবেন ম্যাচ উইনারের দিক থেকে তাদের মিডল অর্ডার এর আগে অনেক সংগ্রাম করেছে। তবে তারা এখন এমন কিছু ক্রিকেটার পেয়েছে যে যারা এখন ফিনিশারের ভূমিকা পালন করতে পারবে। ‘

ভারতীয় এই অলরাউন্ডার আরো বললেন, ‘তারা পেয়েছে মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটারদের যারা একদম শেষ পর্যন্ত খেলে আসতে পারে। আমার মনে হয় এই দিকটি তারা সমাধান করতে পেরেছে এই আসরে। ‘

পাশাপাশি এবারের নিলামে সানরাইজার্সরা তাদের ইস্যুগুলো ঠিকভাবেই তুলে ধরতে পেরেছে বলে বিশ্বাস করেন ইউসুফ পাঠান। তার মতে এবারের আসরে যোগ্য ফিনিশার নিয়েই খেলতে নামবে দলটি যার অভাব ছিলো গত আসরগুলোতে। পাঠানের ভাষ্যমতে,’নিলামে এসআরএস অসাধারণ দল তৈরি করেছে। তারা তাদের ইস্যুগুলো এর আগে তুলে ধরতে পেরেছে সফলভাবে। আমার মনে হয় তারা মিডল অর্ডারে কিছুটা সমস্যায় ভুগছিলো। আপনি যদি এসআরএসের আইপিএল পরিসসংখ্যান ঘাঁটেন তাহলে দেখতে পারবেন দেখবেন তাদের দারুণ দুইজন অপেনার আছে শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার। সাকিবরা হায়দ্রাবাদের শক্তি বাড়াবে।

কিছু টপ অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো ছিলো, তবে ফিনিশারের অভাব প্রকট ছিলো তাদের দলে। আমার মনে হয় তারা এই ইস্যুটিই নিলামে তুলে ধরতে পেরেছে। সুতরাং আমার মতে এবারের আইপিএলে সানরাইজার্সের মিডল অর্ডার অনেক বড় ভূমিকা রাখবে।