অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর তানোর উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল চালক মারা গেছেন। বুধবার সকালে উপজেলার বুরুজ আলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সকালে নূর আলী বাইসাইকেল চালিয়ে মোহনপুর উপজেলায় পান কিনতে যাচ্ছিলেন। বুরুজ আলী গ্রামে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের হস্তান্তর করে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
নিহত নূর আলী পেশায় পান ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার লসিরামপুর গ্রামের মৃত আশিকুল্লাহর ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 























