অাকাশ আইসিটি ডেস্ক:
এমন একটি কাজ যা শুধু দেশের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্য। যে কাজের দ্বারা শুধু মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণী আপনার কাছে ঋণী হয়ে থাকবে, আর তার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর অর্থ জমা হবে। অবশ্য এ ব্যাপার নিয়ে ভয়ের কিছু নেই। কারণ স্বয়ং NASA প্রতিষ্ঠান এই সুযোগ করে দিবে। এলিয়েন তাড়িয়ে কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করতে পারবেন আপনি।
কলকাতা টুয়েন্টিফোর`র খবরে বলা হয়েছে, NASA, প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার-এর পদের জন্য বিজ্ঞপ্তি দেয়, যার মূল কাজ হবে বিশ্ব এবং বিশ্ববাসীকে এলিয়েন-দের হাত থেকে রক্ষা করা। এই কাজের জন্য NASA প্রতি বছর ১২৪,৪০৬ মার্কিন ডলার থেকে ১৮৭,০০০মার্কিন ডলার দেবে, অর্থাৎ, প্রায় ৮০লাখ থেকে ১কোটি ২০লাখ টাকা আপনি পেতে পারেন প্রতি বছর।
এই চাকরিতে যে সকল ব্যক্তিরা আবেদন করতে পারবেন, যারা ইঞ্জিনিয়ারিং-এ তুখোড়। এটি পার্টটাইম চাকরি নয় এবং যাঁরা ইচ্ছুক তাদের আগামী ১৪ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























