ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়

আকাশ বিনোদন ডেস্ক:  

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন একটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে একটি সিনেমার গল্প। ছবিটির পোস্টার নিয়ে আপনি নাকি অসন্তুষ্ট?

** প্রথমেই বলে নিই ছবিটির পরিচালক দেশের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেব। তার ওপর সবারই আস্থা রয়েছে। ছবিটির পোস্টার নিয়ে আমার তেমন কথা নেই। গল্প নিয়ে কথা বলব আমি। দারুণ একটি গল্প। এতে দর্শক সিনেমার ভেতর আরেক সিনেমার গল্প পাবেন।

* অনেকেই তো পোস্টার নিয়ে সমালোচনা করছেন। এতে কি ছবিটির ওপর প্রভাব পড়বে না?

** আমার অনেক ছবিই রয়েছে যেগুলোতে ফার্স্ট লুক, পোস্টার, টিজার- সবগুলোই অসাধারণ ছিল। কিন্তু ছবি হিট হয়নি। শুধু আমার নয়, হলিউড-বলিউডের এমন অনেক ছবি দেখতে পাবেন, পোস্টার অসাধারণ হলেও ছবিটি দর্শক গ্রহণ করেননি। আবার পোস্টার খারাপ হলেও ছবির গল্পের কারণে হিট হয়েছে। যারা এ ছবির পোস্টারের সমালোচনা করছেন তাদের বলব, মুক্তি পাওয়ার পর ছবিটি হলে গিয়ে দেখুন। আশা করি ধারণা পাল্টে যাবে। পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়!

* ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

** শুধু এ ছবিই নয়, আমার প্রত্যেকটি ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে। তবে এ ছবির জন্য অন্যরকম প্রত্যাশা এ কারণে, এটির পরিচালক আলমগীর সাহেব। যিনি আমাদের এক সময়ের স্বপ্নের নায়ক। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি।

* ‘বালিঘর’ ছবির ব্যস্ততা কেমন যাচ্ছে?

** বালিঘরের ব্যস্ততা ভালোই যাচ্ছে। এটি অরিন্দম শীলের ছবি। সম্প্রতি শুটিং শেষ করে ঢাকা ফিরেছি। কলকাতায় অবস্থানকালীন আরও একটি ছবির শুটিং করেছি। নাম ‘আহা রে’। পরিচালক অঞ্জন ঘোষ। এতে আমার নায়িকা হিসেবে রয়েছেন ঋতুপর্ণা। দুটিই গল্পনির্ভর ছবি। দর্শকরা ভিন্ন ধরনের কিছু গল্প পাবেন।

* এখন তো অনেক নায়ক-নায়িকা প্রযোজনায় আসছেন। আপনি আসছেন কবে?

** প্রযোজনায় আসার ইচ্ছে আছে। তবে সেটা এখনই সম্ভব নয়। কারণ ছবি প্রযোজনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। যদি কখনও অনেক টাকা হয় তাহলে আমিও প্রযোজনায় আসব। তাই সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। -অনিন্দ্য মামুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়

আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:  

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন একটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে একটি সিনেমার গল্প। ছবিটির পোস্টার নিয়ে আপনি নাকি অসন্তুষ্ট?

** প্রথমেই বলে নিই ছবিটির পরিচালক দেশের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেব। তার ওপর সবারই আস্থা রয়েছে। ছবিটির পোস্টার নিয়ে আমার তেমন কথা নেই। গল্প নিয়ে কথা বলব আমি। দারুণ একটি গল্প। এতে দর্শক সিনেমার ভেতর আরেক সিনেমার গল্প পাবেন।

* অনেকেই তো পোস্টার নিয়ে সমালোচনা করছেন। এতে কি ছবিটির ওপর প্রভাব পড়বে না?

** আমার অনেক ছবিই রয়েছে যেগুলোতে ফার্স্ট লুক, পোস্টার, টিজার- সবগুলোই অসাধারণ ছিল। কিন্তু ছবি হিট হয়নি। শুধু আমার নয়, হলিউড-বলিউডের এমন অনেক ছবি দেখতে পাবেন, পোস্টার অসাধারণ হলেও ছবিটি দর্শক গ্রহণ করেননি। আবার পোস্টার খারাপ হলেও ছবির গল্পের কারণে হিট হয়েছে। যারা এ ছবির পোস্টারের সমালোচনা করছেন তাদের বলব, মুক্তি পাওয়ার পর ছবিটি হলে গিয়ে দেখুন। আশা করি ধারণা পাল্টে যাবে। পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়!

* ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

** শুধু এ ছবিই নয়, আমার প্রত্যেকটি ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে। তবে এ ছবির জন্য অন্যরকম প্রত্যাশা এ কারণে, এটির পরিচালক আলমগীর সাহেব। যিনি আমাদের এক সময়ের স্বপ্নের নায়ক। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি।

* ‘বালিঘর’ ছবির ব্যস্ততা কেমন যাচ্ছে?

** বালিঘরের ব্যস্ততা ভালোই যাচ্ছে। এটি অরিন্দম শীলের ছবি। সম্প্রতি শুটিং শেষ করে ঢাকা ফিরেছি। কলকাতায় অবস্থানকালীন আরও একটি ছবির শুটিং করেছি। নাম ‘আহা রে’। পরিচালক অঞ্জন ঘোষ। এতে আমার নায়িকা হিসেবে রয়েছেন ঋতুপর্ণা। দুটিই গল্পনির্ভর ছবি। দর্শকরা ভিন্ন ধরনের কিছু গল্প পাবেন।

* এখন তো অনেক নায়ক-নায়িকা প্রযোজনায় আসছেন। আপনি আসছেন কবে?

** প্রযোজনায় আসার ইচ্ছে আছে। তবে সেটা এখনই সম্ভব নয়। কারণ ছবি প্রযোজনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। যদি কখনও অনেক টাকা হয় তাহলে আমিও প্রযোজনায় আসব। তাই সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। -অনিন্দ্য মামুন