ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়

আকাশ বিনোদন ডেস্ক:  

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন একটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে একটি সিনেমার গল্প। ছবিটির পোস্টার নিয়ে আপনি নাকি অসন্তুষ্ট?

** প্রথমেই বলে নিই ছবিটির পরিচালক দেশের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেব। তার ওপর সবারই আস্থা রয়েছে। ছবিটির পোস্টার নিয়ে আমার তেমন কথা নেই। গল্প নিয়ে কথা বলব আমি। দারুণ একটি গল্প। এতে দর্শক সিনেমার ভেতর আরেক সিনেমার গল্প পাবেন।

* অনেকেই তো পোস্টার নিয়ে সমালোচনা করছেন। এতে কি ছবিটির ওপর প্রভাব পড়বে না?

** আমার অনেক ছবিই রয়েছে যেগুলোতে ফার্স্ট লুক, পোস্টার, টিজার- সবগুলোই অসাধারণ ছিল। কিন্তু ছবি হিট হয়নি। শুধু আমার নয়, হলিউড-বলিউডের এমন অনেক ছবি দেখতে পাবেন, পোস্টার অসাধারণ হলেও ছবিটি দর্শক গ্রহণ করেননি। আবার পোস্টার খারাপ হলেও ছবির গল্পের কারণে হিট হয়েছে। যারা এ ছবির পোস্টারের সমালোচনা করছেন তাদের বলব, মুক্তি পাওয়ার পর ছবিটি হলে গিয়ে দেখুন। আশা করি ধারণা পাল্টে যাবে। পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়!

* ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

** শুধু এ ছবিই নয়, আমার প্রত্যেকটি ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে। তবে এ ছবির জন্য অন্যরকম প্রত্যাশা এ কারণে, এটির পরিচালক আলমগীর সাহেব। যিনি আমাদের এক সময়ের স্বপ্নের নায়ক। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি।

* ‘বালিঘর’ ছবির ব্যস্ততা কেমন যাচ্ছে?

** বালিঘরের ব্যস্ততা ভালোই যাচ্ছে। এটি অরিন্দম শীলের ছবি। সম্প্রতি শুটিং শেষ করে ঢাকা ফিরেছি। কলকাতায় অবস্থানকালীন আরও একটি ছবির শুটিং করেছি। নাম ‘আহা রে’। পরিচালক অঞ্জন ঘোষ। এতে আমার নায়িকা হিসেবে রয়েছেন ঋতুপর্ণা। দুটিই গল্পনির্ভর ছবি। দর্শকরা ভিন্ন ধরনের কিছু গল্প পাবেন।

* এখন তো অনেক নায়ক-নায়িকা প্রযোজনায় আসছেন। আপনি আসছেন কবে?

** প্রযোজনায় আসার ইচ্ছে আছে। তবে সেটা এখনই সম্ভব নয়। কারণ ছবি প্রযোজনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। যদি কখনও অনেক টাকা হয় তাহলে আমিও প্রযোজনায় আসব। তাই সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। -অনিন্দ্য মামুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়

আপডেট সময় ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:  

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন একটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে একটি সিনেমার গল্প। ছবিটির পোস্টার নিয়ে আপনি নাকি অসন্তুষ্ট?

** প্রথমেই বলে নিই ছবিটির পরিচালক দেশের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেব। তার ওপর সবারই আস্থা রয়েছে। ছবিটির পোস্টার নিয়ে আমার তেমন কথা নেই। গল্প নিয়ে কথা বলব আমি। দারুণ একটি গল্প। এতে দর্শক সিনেমার ভেতর আরেক সিনেমার গল্প পাবেন।

* অনেকেই তো পোস্টার নিয়ে সমালোচনা করছেন। এতে কি ছবিটির ওপর প্রভাব পড়বে না?

** আমার অনেক ছবিই রয়েছে যেগুলোতে ফার্স্ট লুক, পোস্টার, টিজার- সবগুলোই অসাধারণ ছিল। কিন্তু ছবি হিট হয়নি। শুধু আমার নয়, হলিউড-বলিউডের এমন অনেক ছবি দেখতে পাবেন, পোস্টার অসাধারণ হলেও ছবিটি দর্শক গ্রহণ করেননি। আবার পোস্টার খারাপ হলেও ছবির গল্পের কারণে হিট হয়েছে। যারা এ ছবির পোস্টারের সমালোচনা করছেন তাদের বলব, মুক্তি পাওয়ার পর ছবিটি হলে গিয়ে দেখুন। আশা করি ধারণা পাল্টে যাবে। পোস্টার পছন্দ না হলেই যে ছবি পছন্দ হবে না এমন কিন্তু নয়!

* ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

** শুধু এ ছবিই নয়, আমার প্রত্যেকটি ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকে। তবে এ ছবির জন্য অন্যরকম প্রত্যাশা এ কারণে, এটির পরিচালক আলমগীর সাহেব। যিনি আমাদের এক সময়ের স্বপ্নের নায়ক। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি।

* ‘বালিঘর’ ছবির ব্যস্ততা কেমন যাচ্ছে?

** বালিঘরের ব্যস্ততা ভালোই যাচ্ছে। এটি অরিন্দম শীলের ছবি। সম্প্রতি শুটিং শেষ করে ঢাকা ফিরেছি। কলকাতায় অবস্থানকালীন আরও একটি ছবির শুটিং করেছি। নাম ‘আহা রে’। পরিচালক অঞ্জন ঘোষ। এতে আমার নায়িকা হিসেবে রয়েছেন ঋতুপর্ণা। দুটিই গল্পনির্ভর ছবি। দর্শকরা ভিন্ন ধরনের কিছু গল্প পাবেন।

* এখন তো অনেক নায়ক-নায়িকা প্রযোজনায় আসছেন। আপনি আসছেন কবে?

** প্রযোজনায় আসার ইচ্ছে আছে। তবে সেটা এখনই সম্ভব নয়। কারণ ছবি প্রযোজনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা আমার কাছে নেই। যদি কখনও অনেক টাকা হয় তাহলে আমিও প্রযোজনায় আসব। তাই সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। -অনিন্দ্য মামুন