অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রোমানা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাতে সিলেট-ছাতক আঞ্চলিক মহাসড়কের নৌকাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা বেগম (৩৫) ছাতক সদর ইউনিয়নের বাঊশা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে মালবাহী একটি পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে ছাতক জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোমানা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপ ও অটোরিকশা জব্দ করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























