আকাশ বিনোদন ডেস্ক:
রণবীর–দীপিকার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন তাদের মা–বাবা। শোনা যাচ্ছে আগামী ৩–৪ মাসের মধ্যেই দুই হাত এক হচ্ছে। ইতিমধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছেন দীপিকা। লন্ডনে রণবীরের মা–বাবার সঙ্গে চুটিয়ে শপিং করছেন তিনি। রণবীর যদিও সঙ্গ দিতে পারছেন না। তিনি মুম্বাইয়ে ব্যস্ত, জোয়া আখতারের ছবির শ্যুটিং নিয়ে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, কদিন আগেই বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে রণবীরের বাড়িতে গিয়ে পাকা কথা বলে এসেছেন দীপিকার মা–বাবা। ওরলিতে তারা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে।
তবে বিয়ের দিন নিয়ে এখনই কোনও তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা–বাবা চান বিরাট–অনুষ্কার ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং।
অন্যদিকে রণবীরের মা–বাবা চাইছেন মুম্বাইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে। দক্ষিণী মতেই বিয়ে হবে তাদের সে খবর সুনিশ্চি। তারপর বলিউডের সেলিব্রিটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন। সূত্র: আজকাল।
আকাশ নিউজ ডেস্ক 























