অাকাশ জাতীয় ডেস্ক:
ঘাস কাটতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার মকরমপুটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত কুলসুম আক্তার (১৪) ওই গ্রামের সৌদিপ্রবাসী আ. হক মিয়ার মেয়ে ও রশিবপুরা দাখিল মাদ্রাসার ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কুলসুমকে তার মা মাঠ থেকে গরুর ঘাস কেটে আনতে বলেন। কুলসুম ঘাস কাটতে রাজি হয়নি। এ নিয়ে কুলসুমকে তার মা বকাঝকা করেন। পরে উভয়ে রাতের খাবার না খেয়ে মা-মেয়ে একই খাটে ঘুমিয়ে পড়ে। মায়ের মধ্যরাতে ঘুম ভাঙলে মেয়েকে পাশে না দেখে মা খোঁজাখুঁজি করে। এ সময় পাশের রুমে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়।
ভাঙ্গা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, কুলসুমের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























