অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের সবুজ নগর মহল্লায় নিজ বাসা থেকে মঙ্গলবার রাতে সিলিং ফ্যানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিন কন্যাসন্তানের জনক স্কুলশিক্ষক গোলাম কবির (৫৮) পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ১১১নং পূর্ব ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য বুধবার সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক গোলাম কবিরের স্ত্রী ৫৮নং ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম মুন্নী স্কুল ছুটি শেষে রাতে নিজের বাসায় ফিরে সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘরের বিছানা থেকে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতের হাতের লেখা চিরকুটের বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























