অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে গিয়াসউদ্দিন ওরফে গেসু নামে একজন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় গিয়াসউদ্দিন ওরফে গেসু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে আটক করে।
সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষিতার মায়ের লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোমবার রাতে তার মানসিক প্রতিবন্ধী মেয়ে (১৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। এসময় উৎ পেতে থাকা পাশের মীরগাদাই এলাকার গিয়াসউদ্দিন ওরফে গেসু প্রতিবন্ধী তরুণীর মুখ চেপে ধরে জনৈক মিজান মিয়ার রান্নাঘরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।
রূপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























