অাকাশ জাতীয় ডেস্ক:
ঈশ্বরদী উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন টনি বিশ্বাস ওরফে পিচ্চি টনিকে গ্রেফতার করেছে পুলিশ। টনি পুলিশকে লক্ষ্য করে গুলি, অস্ত্র, ডাকাতি, হত্যা ও মাদকসহ ১০ মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টনি (২০) ওই ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত রিয়াজুল মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, সাব্বির হোসেন টনি বিশ্বাস ওরফে পিচ্চি টনি অস্ত্র, ডাকাতি, হত্যা ও মাদকসহ ১০ মামলার এজাহারভুক্ত আসামি। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, রূপপুরের টনির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা, মাদক এবং পুলিশকে গুলি করার অভিযোগসহ ১০ মামলা রয়েছে।
সম্প্রতি কারাগার থেকে সে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফের ত্রাস সৃষ্টি করছে। খবর পেয়ে রোববার ভোরে নতুন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























