অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইয়েমেনের বন্দর নগরী মোখায় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হয়েছেন । এ ব্যাপারে রোববার সামরিক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দর নগরী মোখার পূর্ব অংশে সংঘঠিত এসব সংঘর্ষে ১৬ জন হুথি যোদ্ধা এবং ৭ সন্ত্রাসী নিহত হয়েছেন।
বেশ কয়েক মাস ধরে মোখায় সৌদি-পন্থি ইয়েমেনি বাহিনী এবং হুথি আন্দোলনের যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিকে, শনিবার হুথি যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে আল-ফারিজা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
হুথি যোদ্ধারা বিগত বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সৌদিপন্থী ২০ সন্ত্রাসী নিহত হয়। মোখা শহরের ৪০ কিলোমিটার পূর্বে তায়িজ প্রদেশটি অবস্থিত। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে গত দুই বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























