আকাশ আইসিটি ডেস্ক:
নতুন ক্লিপ ক্যামেরা আনলো টেক জায়ান্ট গুগল। ক্যামেরাটির মূল্য ২৪৯ ডলার। যা বাংলাদেশি মূদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৭৮৫ টাকা।
এই ক্যামেরাটির বিশেষত্ব হচ্ছে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে। ফলে ক্যামেরাটি বহনকারীর চারপাশে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে তা ভিডিও করে রাখবে।
গুগল জানিয়েছে, তাদের নতুন এই ক্যামেরাটি চারপাশের মানুষের হাসি-কান্না কিংবা আনন্দ উল্লাস ধারণ করতে পারবে। কেউ যদি ক্যামেরার সামনে অনভূতি প্রকাশ করে তবে এটি তার সংরক্ষণ করে রাখবে। ক্যামেরাটি শাট, কোর্ট কিংবা জামা-কাপড়ের সঙ্গে ক্লিপ দিয়ে সংযুক্ত করে চালু করা যাবে।
ক্যামেরাটি নিজে নিজেই পরিচালিত হবে। এটি স্থিরচিত্রের পাশাপাশি ভিডিও চিত্র ধারণ করতে পারবে।
ক্যামেরাটি গুগলের স্টোর ছাড়াও বিভিন্ন ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























