অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে নিগ্রহের ঘটনা কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই ঘটছে। এবার থানার মধ্যে পুলিশকে মারধরের অভিযোগ উঠল কলকাতায়। বুধবার কসবা থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে- সুইনহো লেনের একটি বাড়িতে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কোন্দল চলছে। ছোট ভাই বিশেষেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী আরতি বড় ভাই এবং তার স্ত্রীকে মারধর করছেন। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশেষেন্দ্র ও আরতি। তারা পুলিশকে ধাক্কাধাক্কি করেন এবং এক এসআইকে চড়থাপ্পড় মারেন। কিন্তু সঙ্গে মহিলা পুলিশ না থাকায় সমস্যায় পড়তে হয় বাহিনীকে। পরে থানা থেকে মহিলা পুলিশ নিয়ে গিয়ে আরতি ও বিশেষেন্দ্রকে থানায় নিয়ে আসে।কিন্তু সেই দম্পতি সেখানেও পুলিশকে ধাক্কাধাক্কি করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ২০১৪ সালের নভেম্বরে আলিপুর থানায় দুষ্কৃতদের হামলা থেকে বাঁচতে টেবিলের নিচে ঢুকতে হয়েছিল পুলিশকে। এদিনও দলবদ্ধ দুষ্কৃত নয়, শুধু এক দম্পতির হাতেই নিজেদের ডেরায় নাস্তানাবুদ হতে হয়েছিল আইনশৃঙ্খলার রক্ষকদের।
আকাশ নিউজ ডেস্ক 
























