অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে সালাহ উদ্দিন আহমেদ চায়না নামে একজনের লাশ উদ্ধার করে করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালাহ উদ্দিন বন্দরের ঘাড়মোড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বন্দর থানা পুলিশের উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, সালাহ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পকেট থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আপাতত হত্যাকা- বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























