অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা করেছে উজ্জ্বল নামের এক প্রেমিক। আহত হয়েছেন প্রেমিকার মা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে হাতে নাতে আটক করেছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ (২০)। সে ওই এলাকার মো. আলম আলীর ছেলে এবং স্থানীয় কলেজ ছাত্র।
মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান জানান, পোড়াদহ এলাকার মো. আলম আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যায় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জ্বল হোসেন (২২)। তাদের এ প্রেমের খবর জানাজানি হলে উজ্জ্বলকে বকাবকি করে আব্দুল্লাহ।
বুধবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকার সঙ্গে দেখা করতে আব্দুল্লাহ’র বাড়িতে আসে উজ্জ্বল। এ সময় তাকে বাড়িতে আসতে বাধা দিলে সে আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে। আব্দুল্লার মা বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জ্বল হোসেনকে আটক করে। পরে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আব্দুল্লাহ’র মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























