ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে ভ্যান উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় এক উগ্র-ডানপন্থী ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। কট্টরপন্থীরা ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য যে হুমকি হিসেবে দেখা দিয়েছে, দেশটির সরকারকে তা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্যালোচনা করে দেখতে হচ্ছে।

বিচারক এক ঘণ্টারও কম সময়ের শুনানির পর আসামি ড্যারেন অসবর্ণকে (৪৮) হত্যা ও আরও ১২ জনকে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন।-খবর বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের।

পুলিশ জানিয়েছে, বিবিসির একটি ড্রামা দেখে অসবর্ণের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সৃষ্ট হয়। ওই নাটকে একটি যৌন হয়রানির জন্য মুসলিম পুরুষরা দায়ী বলে দেখানো হয়েছে।পরে অনলাইনের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারে ওই ড্রামার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ব্রিটেন ফার্স্ট ও ইংলিশ ডিফেন্স লিগের মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডার কারণে অসবর্ণের ভেতরে ব্যাপক ঘৃণার জন্ম নেয় এবং তিনি এই হত্যাকাণ্ডে উৎসাহিত হন।

গত বছরের জুনে ওই হামলা চালাতে অসবর্ণ একটি ভ্যান ভাড়া করে ৫১ বছর বয়সী মকাররাম আলীর শরীর উঠিয়ে দেন। তখন তিনি মসজিদ থেকে নামাজ শেষে ফিরছিলেন। নিজ বসতির ১০০ গজ দূরে নিহত হন মকাররম আলী। বিচারকের কাছে অসবর্ণ বলেন, তিনি অনেক বেশিসংখ্যক মুসলিমকে হত্যা করতে চেয়েছিলেন।

প্রসিকিউটররা বলছেন, ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সুয়ে হেমিং বলেন, মুসলিম বিদ্বেষ থেকে ড্যারেন অসবর্ণ পরিকল্পিত ওই হামলা চালান। এখন অবশ্যই তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, অসবর্ণের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে। আহতদের অনেকে সারাজীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে বাংলাদেশি হত্যায় এক ব্যক্তি দোষী সাব্যস্ত

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে ভ্যান উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় এক উগ্র-ডানপন্থী ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন। কট্টরপন্থীরা ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য যে হুমকি হিসেবে দেখা দিয়েছে, দেশটির সরকারকে তা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্যালোচনা করে দেখতে হচ্ছে।

বিচারক এক ঘণ্টারও কম সময়ের শুনানির পর আসামি ড্যারেন অসবর্ণকে (৪৮) হত্যা ও আরও ১২ জনকে আহত করার অভিযোগে দোষী সাব্যস্ত করেন।-খবর বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের।

পুলিশ জানিয়েছে, বিবিসির একটি ড্রামা দেখে অসবর্ণের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সৃষ্ট হয়। ওই নাটকে একটি যৌন হয়রানির জন্য মুসলিম পুরুষরা দায়ী বলে দেখানো হয়েছে।পরে অনলাইনের মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারে ওই ড্রামার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ব্রিটেন ফার্স্ট ও ইংলিশ ডিফেন্স লিগের মুসলিম বিদ্বেষী প্রপাগান্ডার কারণে অসবর্ণের ভেতরে ব্যাপক ঘৃণার জন্ম নেয় এবং তিনি এই হত্যাকাণ্ডে উৎসাহিত হন।

গত বছরের জুনে ওই হামলা চালাতে অসবর্ণ একটি ভ্যান ভাড়া করে ৫১ বছর বয়সী মকাররাম আলীর শরীর উঠিয়ে দেন। তখন তিনি মসজিদ থেকে নামাজ শেষে ফিরছিলেন। নিজ বসতির ১০০ গজ দূরে নিহত হন মকাররম আলী। বিচারকের কাছে অসবর্ণ বলেন, তিনি অনেক বেশিসংখ্যক মুসলিমকে হত্যা করতে চেয়েছিলেন।

প্রসিকিউটররা বলছেন, ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সুয়ে হেমিং বলেন, মুসলিম বিদ্বেষ থেকে ড্যারেন অসবর্ণ পরিকল্পিত ওই হামলা চালান। এখন অবশ্যই তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, অসবর্ণের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে। আহতদের অনেকে সারাজীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন বলে জানান তিনি।