অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বামীর ঘুষিতে লাইলী বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। বুধবার রাতে উপজেলার কৈলাইল ইউপির পশ্চিম পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ফিরোজকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানা যায়, লাইলী গাইবান্দা জেলার চুনিয়াকান্দি গ্রামের মৃত সামসুদ্দিনের মেয়ে। কিছু দিন আগে গাইবান্দার ফুলছড়ি উপজেলার তীরমনি পিয়ারা পুর গ্রামের বাসিন্দা মো. জাহিদুলের ছেলে ফিরোজের সঙ্গে লাইলীর বিবাহ হয়। এটা লাইলী বেগমের দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। বিয়ের পর স্বামী ও স্ত্রী পশ্চিম পাড়াগ্রাম বাচ্চুর বাড়িতে ভাড়া বাসায় থাকতো ও নির্মাণ শ্রমিকের কাজ করতো।
বুধবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ফিরোজ লাইলীর মাথায় ঘুষি ও লাথি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় লাইলী বেগমের ভাই মো. তাজু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























