অাকাশ জাতীয় ডেস্ক:
নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেরিনা আক্তার (২৬) থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ জানায়, নিহতের স্বামী রহমত আলী উত্তরা ইপিজেডে কাজ করেন। তিনি বাড়িতে খুব কম আসতেন বলে স্থানীয়রা পুলিশকে জানান। তবে বাড়ি এসে মৃত্যুর আগের দিন তিনি চলে যান। তবে স্ত্রীর মৃত্যুর পর থেকে রহমত আলী পলাতক রয়েছেন।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























