ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীররাতে জেলা শহরের বালাঘাটাস্থ নিজবাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বালাঘাটাসহ আশপাশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় তাকে আটক করা হয়েছে। আটকের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছোটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেনাবাহিনীর সদর জোন কমান্ডার মশিউর রহমান জানান, গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির করা হচ্ছিল বলে অভিযোগ পেয়ে ছোটনকে আটক করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে ছোটনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা বিবৃতিতে বলেন, কোনো কারণ ছাড়াই ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী। অবিলম্বে নিঃশর্ত এবং অক্ষত অবস্থায় তার মুক্তি দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ইউপিডিএফ বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ২০১২ সালে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তাকে একবার হত্যার চেষ্টাও করেছিল প্রতিপক্ষরা।

অপরদিকে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিথুন চাকমাকে হত্যার প্রতিবাদে বুধবার সকালে বান্দরবানের বালাঘাটাস্থ দলীয় কার্যালয়ে ইউপিডিএফর প্রতিবাদ সভা করার কথাছিল। তবে দলীয় কার্যালয়সহ বালাঘাটায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় সভা করতে পারেনি ইউপিডিএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন আটক

আপডেট সময় ১০:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীররাতে জেলা শহরের বালাঘাটাস্থ নিজবাড়ি থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বালাঘাটাসহ আশপাশের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় তাকে আটক করা হয়েছে। আটকের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছোটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেনাবাহিনীর সদর জোন কমান্ডার মশিউর রহমান জানান, গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির করা হচ্ছিল বলে অভিযোগ পেয়ে ছোটনকে আটক করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে ছোটনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা বিবৃতিতে বলেন, কোনো কারণ ছাড়াই ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে সেনাবাহিনী। অবিলম্বে নিঃশর্ত এবং অক্ষত অবস্থায় তার মুক্তি দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ইউপিডিএফ বান্দরবান জেলার প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ২০১২ সালে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তাকে একবার হত্যার চেষ্টাও করেছিল প্রতিপক্ষরা।

অপরদিকে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিথুন চাকমাকে হত্যার প্রতিবাদে বুধবার সকালে বান্দরবানের বালাঘাটাস্থ দলীয় কার্যালয়ে ইউপিডিএফর প্রতিবাদ সভা করার কথাছিল। তবে দলীয় কার্যালয়সহ বালাঘাটায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকায় সভা করতে পারেনি ইউপিডিএফ।