অাকাশ জাতীয় ডেস্ক:
জামালপুরের সদর উপজেলার দাপুনিয়ায় একটি পুকুর থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল উপজেলার লাঙ্গলজোড়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। তিনি ট্রাকমিস্ত্রী ছিলেন। দুর্বৃত্তরা তাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শনিবার রাতে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে নিহতের স্ত্রী শিল্পী বেগম লাশ শনাক্ত করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম বলেন, প্রতিদিন সাইফুল মদ খেতেন। মদ খেয়ে পুকুরের পাশ দিয়ে আসার সময় পুকুরে পড়ে যেতে পারে। প্রাথমিক সুরতহালে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























