অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার ভাঙ্গুড়ায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসে রবিন চান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের টলটলিপাড়া গ্রামে রবিনের বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটে।
রবিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের মৃত ওসমান আকন্দের ছেলে। এ ঘটনার পর রবিনের মা নূরজাহান বেগম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, রবিন গত ১ জানুয়ারি টলটলিপাড়া গ্রামে বোনের জামাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। রফিকুলের স্ত্রী ও রবিন আপন খালাতো ভাইবোন।
শুক্রবার সকাল ১১টার দিকে সকালের নাশতা খাওয়ার পর রবিন অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে ছুটে যান তার মা নূরজাহান বেগম। পরে তিনি ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রবিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন দৈনিক আকাশকে বলেন, রবিনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। তবে সে মাদকসেবী ছিল।
ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল দৈনিক আকাশকে বলেন, রবিনের মায়ের অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























