অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটে রোহন পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সঙ্গে থাকা স্ত্রী গুরুতর আহত হয়েছেন।আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক (৪১) ফকিরহাট উপজেলার পাগলাদিয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।এতে আবু বক্করের স্ত্রী হাওয়া বেগম (৩২) আহত হন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি কে.এম আজিজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস কাঁঠালতলা এলাকায় একটি মোটসাইকেলকে ধাক্কা দেয়।এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 























