অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পারিবারিক অশান্তির জেরে ৬০ বছর বয়সী শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা ও স্বামীকে জখম করার অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। সোমবার রাতে বনগাঁর বসাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কল্যাণী দে কর্মকার। তার পুত্রের নাম পার্থ কর্মকার।
প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জেরে প্রায় সময়েই শাশুড়ি কল্যাণীর সঙ্গে পুত্রবধূ রূপার ঝগড়া হতো। সোমবার রাতে দুজনের মধ্যে ফের বচসা শুরু হয়। ঝগড়া চলাকালে রূপা ছুরি দিয়ে শাশুড়িকে আঘাত করে। মাকে বাঁচাতে গিয়ে আহত হন রূপার স্বামী পার্থও।
এর পর কল্যাণীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রূপার স্বামীকে। এদিকে শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রূপাকে গ্রেফতার করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























