অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনা সদর উপজেলায় যৌতুকের জন্য ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দিলেন স্বামী। শনিবার উপজেলার হাঁপানিয়া গ্রামের গৃহবধূমাছুরা বেগমের (৪২) মাথা থেতলে দেন স্বামী দুলাল প্রামাণিক (৪৮)। এ ঘটনার পর মাছুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
মাছুরা পাবনা সদর উপজেলার শ্রীকোল গ্রামের মৃত আশকার প্রমাণিকের মেয়ে। ১৫ বছর আগে পাবনা সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের ইমারত আলীর ছেলে দুলাল প্রামাণিকের সঙ্গে মাছুরার বিয়ে হয়। তাদের ৪টি সন্তান রয়েছে।
মাছুরার স্বজনরা জানান, যৌতুকের জন্য দুলাল প্রায়ই মাছুরাকে মারধোর করতো। এরই ধারাবাহিকতায় শনিবার টাকার জন্য মাছুরাকে বাবার বাড়ি পাঠান দুলাল। কিন্তু টাকা ছাড়া মাছুরা ফিরে এলে তার উপর চলে নির্যাতন। এক পর্যায়ে ইট দিয়ে স্ত্রী মাছুরার মাথা থেঁতলে দেয় দুলাল।
এতে মাছুরা অজ্ঞান হয়ে গেলে দুলাল পালিয়ে যায়। পরে বাবার বাড়ির লোকজন এসে মাছুরাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, মাছুরার অবস্থা আশংকাজনক।
আকাশ নিউজ ডেস্ক 
























