অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের ইলিয়াস হোসেন ও পার্শ্ববর্তী মেহেরপুরের আমঝুপি গ্রামের জাহানারা বেগম।
সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির জানান রোববার দুপুর ২টার দিকে তারা ভর্তি হন। এর আধাঘণ্টা পর দুইজনই মারা যান। তিনি বলেন, শীতজনিত কারণে তারা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চুয়াডাঙ্গায় কয়েক দিন ধরেই তীব্র শীতে কাঁপছে সাধারণ মানুষ। রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডাজনিত কারণে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ডে জায়গা না থাকায় রোগীদের বারান্দায় ও মেঝেতে কষ্ট করে থাকতে হচ্ছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. আসাদুর রহমান মালিক জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। আর বহির্বিভাগে প্রতিদিন প্রায় আড়াইশ’ রোগী ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























