ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী মার্চে সম্মেলনের প্রস্তুতি ধরে তারিখ ঠিক করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা জানান।

কাদের বলেছেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রী চান স্বাধীনতার মাস মার্চের যেন ছাত্রলীগের সম্মেলন হয়।’

ছাত্রলীগকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তোমরা শিগগিরই কার্যনির্বাহী সভা ডেকে সম্মেলনের তারিখ নির্দিষ্ট করো। আমরা তো তোমাদের সম্মেলনের তারিখ ঠিক করে দিতে পারি না। তোমরাই তোমাদের তারিখ ঠিক করো। তোমরা যদি দেরি করো তাহলে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে পড়বা।’

সর্বশেষ ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটি দায়িত্ব পালন করছে আড়াই বছর করে। এরই মধ্যে সম্মেলনের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে একটি পক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মার্চের মধ্যে ছাত্রলীগের কাউন্সিল: কাদের

আপডেট সময় ০১:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী মার্চে সম্মেলনের প্রস্তুতি ধরে তারিখ ঠিক করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা জানান।

কাদের বলেছেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রী চান স্বাধীনতার মাস মার্চের যেন ছাত্রলীগের সম্মেলন হয়।’

ছাত্রলীগকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তোমরা শিগগিরই কার্যনির্বাহী সভা ডেকে সম্মেলনের তারিখ নির্দিষ্ট করো। আমরা তো তোমাদের সম্মেলনের তারিখ ঠিক করে দিতে পারি না। তোমরাই তোমাদের তারিখ ঠিক করো। তোমরা যদি দেরি করো তাহলে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে পড়বা।’

সর্বশেষ ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটি দায়িত্ব পালন করছে আড়াই বছর করে। এরই মধ্যে সম্মেলনের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছে একটি পক্ষ।