অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় মো. নেছারউদ্দিন তালুকদার নামে এক শ্রমিকদল কর্মী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নেছারউদ্দিন উপজেলা শ্রমিকদলের নিবেদিত একজন কর্মী ছিলেন।
হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের আহম্মদ তালুকদারের ছেলে নেছারউদ্দিন মোটরসাইকেলযোগে ঘোষেরহাটে যান। সেখানে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালকিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার মো. মামুন বলেন, নিহত নেছারউদ্দিন শ্রমিকদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘাতক নছিমনটি জব্দ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























