ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

হঠাৎ ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

আকাশ বিনোদন ডেস্ক:

সাম্প্রতি এক সাক্ষাৎকারে জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সালমান খান ও শিল্পা শেঠি। এবার সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শিল্পা। তারপর তিনি টুইটারে দাবি করেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি বাস্তবে কাউকে আঘাত দিয়ে, বা কোনও জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, দুদিন আগে সালমানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি টাইগার জিন্দা হ্যায় ছবিতে একটি নাচের দৃশ্য প্রসঙ্গে সুপারস্টার মন্তব্য করেন, তাকে ওই দৃশ্যে একেবারেই একজন ভাঙ্গির মতো লাগছে।

এদিকে শিল্পা অপর এক সাক্ষাৎকারে বলেন, তাকে বাড়িতে পুরো একজন ‘ভাঙ্গি’র মতো দেখতে লাগে। এই দুটো মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বাল্মিকী সম্প্রদায়। গতকালই দুই তারকার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে সমালোচনার ঝড় শুরু হওয়ার পরই নিজের এই পুরনো সাক্ষাৎকারে প্রসঙ্গে টুইটারে ক্ষমা চেয়ে নিলেন শিল্পা। ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন, আমি সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি।

আন্ধেরি থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রোজগার আঘাদি রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক নবীন রামচন্দ্র লাডে। তিনি তার অভিযোগ পত্রে বলেন, জাত তুলে এধরনের হেনস্থামূলক মন্তব্য করার জন্যে, দুজনের বিরুদ্ধে মামলা শুরু করা যায়।’

এই ঘটনায় দুই তারকার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা না হলেও, অবিলম্বে খতিয়ে দেখা হবে কী ধরনের পদক্ষেপ এই দুই তারকার বিরুদ্ধে নেওয়া যায়, জানিয়েছেন আন্ধেরি থানার সিনিয়র পুলিশ আধিকারিক পণ্ডিত থোরাট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ ক্ষমা চাইলেন শিল্পা শেঠি

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

সাম্প্রতি এক সাক্ষাৎকারে জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সালমান খান ও শিল্পা শেঠি। এবার সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শিল্পা। তারপর তিনি টুইটারে দাবি করেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি বাস্তবে কাউকে আঘাত দিয়ে, বা কোনও জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, দুদিন আগে সালমানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি টাইগার জিন্দা হ্যায় ছবিতে একটি নাচের দৃশ্য প্রসঙ্গে সুপারস্টার মন্তব্য করেন, তাকে ওই দৃশ্যে একেবারেই একজন ভাঙ্গির মতো লাগছে।

এদিকে শিল্পা অপর এক সাক্ষাৎকারে বলেন, তাকে বাড়িতে পুরো একজন ‘ভাঙ্গি’র মতো দেখতে লাগে। এই দুটো মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বাল্মিকী সম্প্রদায়। গতকালই দুই তারকার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে সমালোচনার ঝড় শুরু হওয়ার পরই নিজের এই পুরনো সাক্ষাৎকারে প্রসঙ্গে টুইটারে ক্ষমা চেয়ে নিলেন শিল্পা। ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন, আমি সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি।

আন্ধেরি থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রোজগার আঘাদি রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক নবীন রামচন্দ্র লাডে। তিনি তার অভিযোগ পত্রে বলেন, জাত তুলে এধরনের হেনস্থামূলক মন্তব্য করার জন্যে, দুজনের বিরুদ্ধে মামলা শুরু করা যায়।’

এই ঘটনায় দুই তারকার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা না হলেও, অবিলম্বে খতিয়ে দেখা হবে কী ধরনের পদক্ষেপ এই দুই তারকার বিরুদ্ধে নেওয়া যায়, জানিয়েছেন আন্ধেরি থানার সিনিয়র পুলিশ আধিকারিক পণ্ডিত থোরাট।