অাকাশ জাতীয় ডেস্ক:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জোহরা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে বেলছড়ির ২নং ওয়ার্ডের ডাকবাংলা গ্রামের মৃত. আবদুস ছামাদের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. এনামুল হক রাজীব জানান, ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধা জোহরা খাতুন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম পলাতক থাকলেও তার ব্যভহৃত মোটর সাইকেলটি স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। মোটর সাইকেলের ধাক্কায় জোহরা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসন।
আকাশ নিউজ ডেস্ক 
























