অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম ভাদুর গাইনের বাড়ি ও পৌরসভার টামটা ওজি বাড়িতে গতকাল পৃথক অগ্নিকান্ডের ঘটনায় দু’টি বসতঘর ভষ্মিভূত হয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে রৌশন আরা বেগম (৩৮), আনু মিয়া (৬০), আজাদ হোসেন (৪০), জসিম উদ্দিন (২৫), রাছেল হোসেন (৩২), বোরহান উদ্দিন (২৪), নুর নবী (৩৫), মন্নান মিয়া (৩০) সহ ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, গাইনেগো বাড়ীর মনছুর আহমেদের স্ত্রী রৌশন আরা বেগম গতকাল সকাল ১১ টায় তার বসতঘর তালাবদ্ধ করে বাজারে যায়। এরপর দুপুর আনুমানিক ১২ টায় ওই বসতঘরে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সাড়ে ১২ টায় ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সহযোগীতায় দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও রৌশন আরার বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে তার নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার সহ সকল আসবাবপত্র পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
অন্যদিকে গতকাল ভোরে টামটা ওজি বাড়ীর আব্দুর রশিদের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সম্পূর্ণ বসতঘর পুড়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ফায়ার সার্ভিস সূত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানালেও রৌশন আরার আত্মীয় স্বজন এ ঘটনা রহস্যজনক বলে জানিয়েছে।
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























