অাকাশ জাতীয় ডেস্ক:
২০১৩ সালের ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়োগ দেন। এ মেয়াদে তার দায়িত্ব শেষ হচ্ছে ২৪ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেষ্ঠ্য এ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য।
২০০৯ সালের ১৫ জানুয়ারি সাময়িক সময়ের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দীর্ঘ ৮ বছর ধরে এ গুরু দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ নিয়োগ দেন।বর্তমানে উপাচার্য হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছে। প্রথমবার সম্পূর্ণ সাময়িক সময়ের জন্য নিয়োগ পেলেও পরে পার করেছেন নির্বাচিত একজন পূর্ণ উপাচার্যের মেয়াদকাল।
জানা গেছে, প্রথম মেয়াদে উপাচার্যের নিয়োগ পত্রে ‘পরবর্তী সিনেট অধিবেশনে তিনজনের উপাচার্য প্যানেল গঠন না হওয়া পর্যন্ত তিনি সাময়িক সময়ের জন্য এ দায়িত্ব পালন করবেন’ লেখা থাকলেও কয়েকবার সিনেট অধিবেশন হলেও উপাচার্য প্যানেল গঠনে উদ্যোগ নেননি অধ্যাপক আরেফিন সিদ্দিক। যার কারণে এ সময়ে শেষ করেছেন পূর্ণ উপাচার্যের মেয়াদকাল।
এদিকে নতুন উপাচার্য প্যানেল তৈরির লক্ষ্যে আগামী ২৯ জুলাই সিনেট অধিবেশন ডেকেছেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
জানা গেছে, ওইদিন নির্বাচিত সিনেট সদস্যরা পরবর্তী উপাচার্যের প্যানেল নির্বাচিত করবেন। তিনজনের ওই প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ একজনকে পরবর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দিবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামুজ্জামান সিনেট অধিবেশনের কথা স্বীকার করেন। এছাড়া কয়েকজন সিনেট সদস্য জানিয়েছেন, ২৯ জুলাইয়ের সিনেট অধিবেশন থেকেই উপাচার্য প্যানেল নির্বাচিত হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























