ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

এবার চালবাজ আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

‘জুড়ুয়া ২’ ছবির সাফল্যের পর আবারও রিমেকের পথে হাঁটতে চলেছেন পরিচালক ডেভিড ধাওয়ান। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া পঙ্কজ পরাশর পরিচালিত এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ছবি ‘চালবাজ’ রিমেক করবেন তিনি। আর সেই ছবিতে পরিচালকের পছন্দ আলিয়া ভাট।

শ্রীদেবী অভিনীত যমজ বোনের ভূমিকায় আলিয়াকে দেখা যাবে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাত্কাকরে আলিয়া জানান, ‘ডেভিড স্যারের কাছে যখন জুড়ুয়া-র পরের সিক্যুয়েলে কাজ চাই তখন তিনি আমাকে বলেন আমার জন্যে তিনি ‌‘জুড়ুয়া ৩’র থেকে আরো ভালো ছবির কথা ভেবেছেন। কিছুদিন পর এই নিয়ে তাকে আবার বলায় তিনি বলেন, ‘জুড়ুয়া ৩’ নয়, ‘চালবাজ’-এ তার সঙ্গে কাজ করার সুযোগ পাবো আমি। এটা আমার জন্য আনন্দের।’

আলিয়াকে বাছাই করার ব্যাপারে ডেভিড ধাওয়ানের সঙ্গে একমত চালবাজের নায়িকা শ্রীদেবীও। তিনিও এক কথায় স্বীকার করেছেন যে তার অভিনীত দ্বৈত চরিত্রে একমাত্র মানাবে আলিয়া ভাটকে। আলিয়া ছাড়া আর কাউকে তিনি নাকি এই চরিত্রের জন্যে ভাবতেই পারছেন না।

এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ডেভিড ধাওয়ান। ছবির শুটিং কবে থেকে শুরু তা এখনো জানা যায়নি। তেমনই জানা যায়নি আলিয়ার বিপরীতে এই ছবিতে কোন দুই নায়ককে দেখা যাবে। তবে পর্দায় যমজ বোন অঞ্জু ও মঞ্জুকে দেখা যে এখন শুধুই সময়ের অপেক্ষা তা বলা যেতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার চালবাজ আলিয়া

আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

‘জুড়ুয়া ২’ ছবির সাফল্যের পর আবারও রিমেকের পথে হাঁটতে চলেছেন পরিচালক ডেভিড ধাওয়ান। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া পঙ্কজ পরাশর পরিচালিত এবং শ্রীদেবী অভিনীত সুপারহিট ছবি ‘চালবাজ’ রিমেক করবেন তিনি। আর সেই ছবিতে পরিচালকের পছন্দ আলিয়া ভাট।

শ্রীদেবী অভিনীত যমজ বোনের ভূমিকায় আলিয়াকে দেখা যাবে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাত্কাকরে আলিয়া জানান, ‘ডেভিড স্যারের কাছে যখন জুড়ুয়া-র পরের সিক্যুয়েলে কাজ চাই তখন তিনি আমাকে বলেন আমার জন্যে তিনি ‌‘জুড়ুয়া ৩’র থেকে আরো ভালো ছবির কথা ভেবেছেন। কিছুদিন পর এই নিয়ে তাকে আবার বলায় তিনি বলেন, ‘জুড়ুয়া ৩’ নয়, ‘চালবাজ’-এ তার সঙ্গে কাজ করার সুযোগ পাবো আমি। এটা আমার জন্য আনন্দের।’

আলিয়াকে বাছাই করার ব্যাপারে ডেভিড ধাওয়ানের সঙ্গে একমত চালবাজের নায়িকা শ্রীদেবীও। তিনিও এক কথায় স্বীকার করেছেন যে তার অভিনীত দ্বৈত চরিত্রে একমাত্র মানাবে আলিয়া ভাটকে। আলিয়া ছাড়া আর কাউকে তিনি নাকি এই চরিত্রের জন্যে ভাবতেই পারছেন না।

এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ডেভিড ধাওয়ান। ছবির শুটিং কবে থেকে শুরু তা এখনো জানা যায়নি। তেমনই জানা যায়নি আলিয়ার বিপরীতে এই ছবিতে কোন দুই নায়ককে দেখা যাবে। তবে পর্দায় যমজ বোন অঞ্জু ও মঞ্জুকে দেখা যে এখন শুধুই সময়ের অপেক্ষা তা বলা যেতেই পারে।