অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ঈদল আলী শাহ। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত দবির উল্লাহর ছেলে।
শনিবার সন্ধ্যায় বাগমারার হাটগাঙোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটগাঙোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন এর চালক।
পুলিশের উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, নিহত ঈদল আলী একজন তেল ব্যবসায়ী। বাইসাইকেলে করে তেল নিয়ে তিনি বিভিন্ন দোকানে সরবরাহ করেন। সন্ধ্যায় তিনি তেল সরবরাহ করে বাড়ি ফিরছিলেন।
এ সময় সড়কে বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঈদল আলী নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এসআই গোলাম মোস্তফা।
আকাশ নিউজ ডেস্ক 
























