ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

মার্কিন ড্রোন দেখলেই গুলি: পাকিস্তান বিমানবাহিনী প্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আকাশসীমা লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকেও ছাড় দেবে না পাকিস্তান। এমন হলে অন্য দেশের তো বটেই, গুলি করে মার্কিন ড্রোনও নামিয়ে দেবে পাকিস্তানের বিমানবাহিনী। তার বাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেল আমান।

আমান বলেছেন, ‘আমরা কাউকেই আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেব না। বিমানবাহিনীকে বলেছি, এমন ঘটনা ঘটলে ড্রোনগুলিকে গুলি করে মাটিতে নামাতে। দেশের সার্বভৌমত্ব ও সংহতি বিপন্ন করে যদি মার্কিন ড্রোন আকাশসীমা লঙ্ঘন করলে তাদেরও ছাড় দেয়া না।’

ঘটনাচক্রে আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় সপ্তাহ দু’য়েক আগে মার্কিন ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিদের একটি গোপন আস্তানায়। তাতে তিন জঙ্গির মৃত্যু হয়।

পাকিস্তান বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রতিবেশী দেশের সেনাবাহিনীর একটি বড় অংশের ওপর বরাবরই কর্তৃত্ব রয়েছে মৌলবাদীদের। তাই দেশের আদিবাসী এলাকায় জঙ্গিদের গোপন আস্তানার ওপর মার্কিন ড্রোন হামলার সপ্তাহ দু’য়েকের মধ্যেই পাকিস্তান বিমানবাহিনীর প্রধানের এই নির্দেশ। এটা আসলে ওয়াশিংটনকে বার্তা দেয়া হলো।

চলতি সপ্তাহেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান মাইক পম্পেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইসলামাবাদ যদি পাকিস্তান ভূখণ্ডে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদীদের নির্মূল করতে চোখে পড়ার মতো কোনও ব্যবস্থা না নেয়, তা হলে কীভাবে জঙ্গিদের শায়েস্তা করতে হয়, তা ওয়াশিংটনই বুঝে নেবে।

পাকিস্তান বিশেষজ্ঞদের বক্তব্য, পম্পেও আসলে ওসামা বিন লাদেন হত্যার অভিযানের মতোই কোনও মার্কিন অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। পাকিস্তান বিমানবাহিনীর প্রধানের নির্দেশ পম্পেও’র হুঁশিয়ারিকেও বার্তা দিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০০৪ থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত পাকিস্তানে যতগুলি মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটেছে, তার সবগুলিই করিয়েছে সিআইএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন ড্রোন দেখলেই গুলি: পাকিস্তান বিমানবাহিনী প্রধান

আপডেট সময় ০৩:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আকাশসীমা লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকেও ছাড় দেবে না পাকিস্তান। এমন হলে অন্য দেশের তো বটেই, গুলি করে মার্কিন ড্রোনও নামিয়ে দেবে পাকিস্তানের বিমানবাহিনী। তার বাহিনীকে এমনই নির্দেশ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহেল আমান।

আমান বলেছেন, ‘আমরা কাউকেই আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেব না। বিমানবাহিনীকে বলেছি, এমন ঘটনা ঘটলে ড্রোনগুলিকে গুলি করে মাটিতে নামাতে। দেশের সার্বভৌমত্ব ও সংহতি বিপন্ন করে যদি মার্কিন ড্রোন আকাশসীমা লঙ্ঘন করলে তাদেরও ছাড় দেয়া না।’

ঘটনাচক্রে আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় সপ্তাহ দু’য়েক আগে মার্কিন ড্রোন হামলা চালিয়েছিল জঙ্গিদের একটি গোপন আস্তানায়। তাতে তিন জঙ্গির মৃত্যু হয়।

পাকিস্তান বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রতিবেশী দেশের সেনাবাহিনীর একটি বড় অংশের ওপর বরাবরই কর্তৃত্ব রয়েছে মৌলবাদীদের। তাই দেশের আদিবাসী এলাকায় জঙ্গিদের গোপন আস্তানার ওপর মার্কিন ড্রোন হামলার সপ্তাহ দু’য়েকের মধ্যেই পাকিস্তান বিমানবাহিনীর প্রধানের এই নির্দেশ। এটা আসলে ওয়াশিংটনকে বার্তা দেয়া হলো।

চলতি সপ্তাহেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান মাইক পম্পেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইসলামাবাদ যদি পাকিস্তান ভূখণ্ডে ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদীদের নির্মূল করতে চোখে পড়ার মতো কোনও ব্যবস্থা না নেয়, তা হলে কীভাবে জঙ্গিদের শায়েস্তা করতে হয়, তা ওয়াশিংটনই বুঝে নেবে।

পাকিস্তান বিশেষজ্ঞদের বক্তব্য, পম্পেও আসলে ওসামা বিন লাদেন হত্যার অভিযানের মতোই কোনও মার্কিন অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। পাকিস্তান বিমানবাহিনীর প্রধানের নির্দেশ পম্পেও’র হুঁশিয়ারিকেও বার্তা দিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০০৪ থেকে এ বছরের নভেম্বর পর্যন্ত পাকিস্তানে যতগুলি মার্কিন ড্রোন হামলার ঘটনা ঘটেছে, তার সবগুলিই করিয়েছে সিআইএ।