অাকাশ জাতীয় ডেস্ক:
৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডারের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে মুক্ত দিবসের র্যালি শুরু হয়। নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কুমিল্লা নগর উদ্যানে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে অবস্থিত বঙ্গুবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে ৮ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে নিহত শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়ানো হয়।
র্যালিতে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহম্মেদ বাবুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।
এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে শিখা প্রজ্বলন এবং সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























