আকাশ স্পোর্টস ডেস্ক:
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এরই মধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে সেরা চার দল।
চলতি আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়। দু’দলের আগের দেখায় বড় জয় পেয়েছিল কুমিল্লা।
এদিন খুলনার হয়ে শুরুটা দারুণ করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মাইকেল ক্লিঙ্গার। উদ্বোধনী জুটিতে তারা ৫৫ রান তোলেন। মারমুখি শান্ত ৩৭ করে আল-আমিন হোসেনের বলে বোল্ড হন। আর ২৯ করে বিদায় নেন ক্লিঙ্গার। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৩ রান করে আল-আমিনের দ্বিতীয় শিকার হন।
মাঝে শোয়েব মালিকের বলে দ্রুত বিদায় নেন নিকোলাস পুরান।
শেষ দিকে হাল ধরেন আরিফুল হক ও কার্লোস ব্র্যাথওয়েট। ১২ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২২ করে রান আউট হন ব্র্যাথওয়েট। আক্রমণাত্মক খেলে ২১ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৫ করে শেষ বলে আউট হন আরিফুল।
কুমিল্লা বোলারদের মধ্যে আল-আমিন সর্বোচ্চ তিনটি উইকেট পান। শোয়েব মালিক ও সলোমান মায়ার একটি করে উইকেট পান।
আকাশ নিউজ ডেস্ক 

























