অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর মহানগরীর বিসিক শিল্প এলাকায় ‘পেট্রোমা’ নামের একটি গ্রিজ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, কারখানাটির পাশেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। কারখানায় আগুন দেখে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
কারখানার মালিক আবদুল মান্নান জানান, কারখানায় গ্রিজ বানানোর চুল্লিতে আগুন ধরেছিল। দ্রুত নিয়ন্ত্রণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম। তবে দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে গ্রিজভর্তি পাশের গুদামে আগুন লাগতো। এতে আগুনের ভয়াবহতা আরও বাড়তো। তখন বড় ধরনের আর্থিক ক্ষতিও হতো।
আকাশ নিউজ ডেস্ক 
























