অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ার রাজধানী আবুজায় উত্তরপূর্বাঞ্চলীয় বিউ শহরের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবারের ওই হামলায় আরো ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা জানাচ্ছেন, এ বোমা হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কেউই এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা বোকো হারাম চালিয়েছে।
এদিকে, নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যেও বোকো হারামকে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না। তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























