অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর-তালপাড়া আদিবাসী পল্লীতে চাঞ্চল্যকর চার হত্যা মামলার রায়ে সুমন হেমরম নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টায় এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালপাড়া আদিবাসী পল্লীতে ঘরজামাই সুমন যৌতুকসহ আরও সুযোগ-সুবিধা দাবি করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে একে একে হত্যা করেন শিশু পুত্রসহ চারজনকে। নিহতরা হলেন শাশুড়ি সন্ধ্যা রানী হাস্তা, মামা শ্বশুর লকাস হেমরম, শ্যালিকা তেরেজা মারান্ডি। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে সুমনের স্ত্রী সিলভিয়া হেমরম চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেন।
ঘটনার দিন সন্ধ্যায় সিলভিয়ার বাবা মানুয়েল মারান্ডি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এর তিন মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘ শুনানি শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত আজ রায় ঘোষণা করে।
আকাশ নিউজ ডেস্ক 
























