অাকাশ জাতীয় ডেস্ক:
বিরল রোগে আক্রান্ত রাজশাহীর পবা উপজেলার শিশু মেহেরিন আক্তার স্বর্ণালীর (১২) হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার হাতে এ অস্ত্রোপচার হয়। অস্ত্রপচারের পর তাকে রাখা হয়েছে হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
হাসপাতালের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জরি ইউনিটের সহকারী অধ্যাপক ডা. আফরোজা নাজনীন স্বর্ণালীর অস্ত্রোপচার করেন। তিনি বলেন, একদফা অস্ত্রোপচারের লক্ষ্য ছিল তাদের। কিন্তু অস্ত্রোপচার চলাকালে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে অস্ত্রোপচার আংশিক সম্পন্ন করেই প্রথম ধাপ শেষ করতে হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে রয়েছে স্বর্ণালী। তার রক্তচাপ এখনো স্বাভাবিক নয়। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
অস্ত্রোপচার সফল কি না জানতে চাইলে তিনি বলেন, সে প্লেক্সিফর্ম নিউরোফিব্রোমায় আক্রান্ত। মূলত জিনগত জটিলতায় এ রোগে আক্রান্ত হয়েছে সে। বিশ্বব্যাপী এমন বিরল রোগের অস্ত্রোপচার প্রক্রিয়া দীর্ঘ। সফলতার হারও কম। কিন্তু তারা সাধ্যমত চেষ্টা চালাচ্ছেন স্বর্ণালীকে পুরোপুরি সুস্থ করে তুলতে। প্রথম ধাপের অস্ত্রোপচার সফল হলে পরের ধাপে অস্ত্রোপচার শুরু হবে।
স্বর্ণালী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেগাটাপাড়ার আবদুল মান্নানের মেয়ে। সে পার্শ্ববর্তী নোনামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। কিন্তু অর্থের অভাবে এতো দিন বন্ধ ছিল তার চিকিৎসা। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সিভিল সার্জন দপ্তরের। গত ৭ নভেম্বর রামেক হাসপাতালে নেয়া হয় স্বর্ণালীকে। প্রথম দিকে হাসপাতালের মেডিসন ইউনিট-২ এ ভর্তি করে চিকিৎসা শুরু হয় তার। তার চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে মেয়ের চিকিৎসা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্বর্ণালীর দরিদ্র পরিবারে। তার মা রুমা বেগম এনিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মেয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























