আকাশ আইসিটি ডেস্ক:
হংকং এর একটি কোম্পানি ‘হ্যান্সন রোবোটিক্স’-এর আলোচিত রোবট ‘সোফিয়া’ এবার ঢাকায় আসছে। নারীর আদলে তৈরি করা এই রোবটটি ৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।
২৮ নভেম্বর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আইসিটি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে রোবট সোফিয়া যেন উপস্থিত থাকে সেজন্য জোর প্রচেষ্টা চলছে। জানা গেছে, ৬ ডিসেম্বর রোবটি সাংবাদিকদের মুখোমুখী হবে। এসময় এর নির্মাতা ড. ডেভিড হ্যানসন আইসিটি প্রতিমন্ত্রীও থাকবেন।
৬ ডিসেম্বর সকালে ডিজিটাল ওয়ার্ল্ডের এবারের আসরের উদ্বোধন করবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। রোবটিকে বর্তমানে সৌদি আরব নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে। যদিও এ নিয়ে বিতর্ক চলছে। এই রোবট একজন সৌদি নারীর চেয়েও বেশি অধিকার ভোগ করছে কিনা সেটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে। বিবিসি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ নগরীতে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই রোবটটি প্রদর্শন করা হয়েছিল।
প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেখানে সাথে সাথেই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়।কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন একজন সৌদি নারীর তুলনায় কিভাবে ‘সোফিয়া’ এত বেশি অধিকার ভোগ করছে। রোবট নারী ‘সোফিয়া’র ছবি এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়।
জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সোফিয়াকে নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে দুইটি সেশন হবে। একটি হবে সাংবাদিকের সঙ্গে অন্যটি হবে তরুণ অ্যাপ ডেভেলপার, গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এবং উদ্ভাবদের সঙ্গে।
আকাশ নিউজ ডেস্ক 

























