ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

হাজার টাকার ছাগল খেল ৪০ লাখের গাড়ি

অাকাশ জাতীয় ডেস্ক:

তিনটি ছাগলের দাম বড় জোড় ১৫ হাজার টাকা। ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকার নিয়ে ওই তিনটি ছাগল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। পুলিশের হাতে জব্দ প্রাইভেটকারটি এখনও থানাতেই আছে। রবিবার চোরের কবল থেকে উদ্ধার দুটি ছাগল নিলামে উঠবে। একটির মালিককে খুঁজে পাওয়ায় তাকে বুঝিয়ে দেয়া হবে। ঘটনাগুলো ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ২৫ অক্টোবর রাতে উপজেলার নওপাড়া গামের আবদুল কদ্দুছের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে পালাচ্ছিল চোর। সেময় মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের কাছে প্রাইভেটকারসহ ওই পাঁচজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এরা হলেন- কিশোরগঞ্জের বাসিন্দা রুবেল মিয়া, আল-আদিন, আবদুর রহমান, মন্টু মিয়া এবং সুমন মিয়া।

এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মোছলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ গ্রেপ্তারদের পরদিন ময়মনসিংহ আদালতে সোপর্দ করে। উদ্ধার করে চুরি হয়ে যাওয়া তিনটি ছাগলও। আদালতের নির্দেশে গ্রেপ্তারদের জেলহাজতে পাঠায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ ছাগলগুলোর মালিক খুঁজতে থাকে। তন্মধ্যে একটি ছাগলের মালিককে খুঁজে পাওয়া যায়। বাকি দুটি থানায় রেখে পুলিশ লালন-পালন করতে থাকে। থানা পুলিশের পক্ষ থেকে ছাগল দুটির বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার ছাগল দুটি নিলামে বিক্রির জন্য আদেশ দেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান দৈনিক আকাশকে জানান, নিলাম আদেশপ্রাপ্তির পর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে ছাগল দুটি নিলামে বিক্রি করা সম্ভব হয়নি। রবিবার নিলামে তোলা হবে। এদিকে ছাগল চুরির কাজে ব্যবহারে ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকারটির কোন গতি হয়নি। সেটি থানায়ই পড়ে আছে। থানায় আগত মানুষজন বলছেন, তিনটি ছাগলের দাম আর কতই হবে। বড়জোড় ১৫ হাজার টাকা। এই হাজার টাকার ছাগলে খেল ৪০ লাখের গাড়ি!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

হাজার টাকার ছাগল খেল ৪০ লাখের গাড়ি

আপডেট সময় ১১:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

তিনটি ছাগলের দাম বড় জোড় ১৫ হাজার টাকা। ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকার নিয়ে ওই তিনটি ছাগল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। পুলিশের হাতে জব্দ প্রাইভেটকারটি এখনও থানাতেই আছে। রবিবার চোরের কবল থেকে উদ্ধার দুটি ছাগল নিলামে উঠবে। একটির মালিককে খুঁজে পাওয়ায় তাকে বুঝিয়ে দেয়া হবে। ঘটনাগুলো ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ২৫ অক্টোবর রাতে উপজেলার নওপাড়া গামের আবদুল কদ্দুছের বাড়ি থেকে একটি ছাগল চুরি করে পালাচ্ছিল চোর। সেময় মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারের কাছে প্রাইভেটকারসহ ওই পাঁচজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এরা হলেন- কিশোরগঞ্জের বাসিন্দা রুবেল মিয়া, আল-আদিন, আবদুর রহমান, মন্টু মিয়া এবং সুমন মিয়া।

এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার মোছলেম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ গ্রেপ্তারদের পরদিন ময়মনসিংহ আদালতে সোপর্দ করে। উদ্ধার করে চুরি হয়ে যাওয়া তিনটি ছাগলও। আদালতের নির্দেশে গ্রেপ্তারদের জেলহাজতে পাঠায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ ছাগলগুলোর মালিক খুঁজতে থাকে। তন্মধ্যে একটি ছাগলের মালিককে খুঁজে পাওয়া যায়। বাকি দুটি থানায় রেখে পুলিশ লালন-পালন করতে থাকে। থানা পুলিশের পক্ষ থেকে ছাগল দুটির বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার ছাগল দুটি নিলামে বিক্রির জন্য আদেশ দেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান দৈনিক আকাশকে জানান, নিলাম আদেশপ্রাপ্তির পর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে ছাগল দুটি নিলামে বিক্রি করা সম্ভব হয়নি। রবিবার নিলামে তোলা হবে। এদিকে ছাগল চুরির কাজে ব্যবহারে ৪০ লাখ টাকা দামের প্রাইভেটকারটির কোন গতি হয়নি। সেটি থানায়ই পড়ে আছে। থানায় আগত মানুষজন বলছেন, তিনটি ছাগলের দাম আর কতই হবে। বড়জোড় ১৫ হাজার টাকা। এই হাজার টাকার ছাগলে খেল ৪০ লাখের গাড়ি!