ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

ব্যবসায়ী অপহরণের অভিযোগে বি.বাড়িয়ায় দুই পুলিশ গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকা থেকে জাকির হোসেন জগত নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন ব্যবসায়ী জাকির হোসেন। পরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো.শরীফুল ইসলাম ও অপহরণকারী দলের সদস্য আঁখি আক্তার।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার দুপুর দেড়টার দিকে মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামে সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে অপহরণকারী দলের এক সদস্য অসুস্থতার কথা বলে শহরের কাজীপাড়া এলাকায় নিজের বাসায় পৌঁছে দেওয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন।

পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে ফেলেন। তারা তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তার স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরে জাকিরের স্বজনেরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে জানায়। এরপর মঙ্গলবার ভোর রাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে আটক করা হয়। আজ বিকেলে সদর থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান অপহরণকারীদের বিরুদ্ধে মামলাসহ পুলিশের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ব্যবসায়ী অপহরণের অভিযোগে বি.বাড়িয়ায় দুই পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকা থেকে জাকির হোসেন জগত নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন ব্যবসায়ী জাকির হোসেন। পরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো.শরীফুল ইসলাম ও অপহরণকারী দলের সদস্য আঁখি আক্তার।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার দুপুর দেড়টার দিকে মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামে সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে অপহরণকারী দলের এক সদস্য অসুস্থতার কথা বলে শহরের কাজীপাড়া এলাকায় নিজের বাসায় পৌঁছে দেওয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন।

পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে ফেলেন। তারা তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তার স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরে জাকিরের স্বজনেরা অপহরণের বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে জানায়। এরপর মঙ্গলবার ভোর রাতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে আটক করা হয়। আজ বিকেলে সদর থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান অপহরণকারীদের বিরুদ্ধে মামলাসহ পুলিশের বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।