অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহরে যমজ কন্যা শিশু রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার শুরু হয়ছে। যমজ শিশুর মাথা জোড়া লাগানো খবর গণমাধ্যমে প্রচারের পরে শিশুটি উন্নতর চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানান হাসপাতালটির বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বায়ক সামন্ত লাল সেন।
পাবনা চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তসলিমা দম্পতির কন্যা সন্তান রাবেয়া-রোকাইয়া। গত বছর পাবনা শহরের একটি ক্লিনিকের ভর্তি হলে সেখানে অস্ত্রোপচার করে এই যমজ শিশুর জন্ম হয়।
সামন্ত লাল সেন বলনে, প্রধানমন্ত্রীর নির্দেশে শিশু দু`টিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের পরীক্ষা-নিরিক্ষা করা হবে এবং বোর্ড বসানোর মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























