অাকাশ জাতীয় ডেস্ক:
প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। এ দিবসটি সেদেশে জাতীয় ছুটির দিন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা বলা হয়।
এতে বলা হয়, এ উপলক্ষে আগামী ১২ নভেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরী এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্টস অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদান করা হবে। এ জন্য তাদেরকে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার লক্ষ্যে তিনি ভারতসহ অন্যান্য নিকট প্রতিবেশীর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চান।
আকাশ নিউজ ডেস্ক 
























