অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন বুধবার রাত সাড়ে ১১টায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খান মোশারফ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন।
স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতন ভোগ করেন। তিনি ১৯৭৪ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্ররাজনীতি শেষে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১১ সালে জেলা পরিষদ প্রশাসক এবং ২০১৬ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম খান মোশারফ হোসেনের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক বার্তায় অনুরুপ শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























