অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন চা বিক্রেতা রুবেল হোসেন (৩৫) ও হকার সোবাহান মিয়া (৪০)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, আহত রুবেলের পেটে ও মাথায় এবং সোবাহানের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেল নামে এক ব্যক্তি আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। তবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি রাসেল।
তিনি আরো জানান, বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা হতে পারে। দুর্বৃত্তদের একজনকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























