অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদী সদরের কান্দাইল এলাকায় সোমবার সকালে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পঁচিশজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার সকালে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি সদর উপজেলার কান্দাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সাতজন নিহত হয়। আহত হন আরো পঁচিশজন। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইলিয়াস এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ মাধবী থানায় রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























