অাকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ কেরানীগঞ্জের চরকালিগঞ্জ এলাকায় একটি ভবনে আগুনে তিনটি পোশাক কারখানা পুড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর আলামিন প্লাজার অষ্টম তলায় এ আগুন লাগে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের একটি দল দুই থেকে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে।
আগুনে মা-রেখা গার্মেন্ট, মুক্তা গার্মেন্ট ও সমকাল সোয়েটারের পোশাক ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি মালিকদের। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর মুক্তা গার্মেন্টের ভিতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দুটি কারখানায় ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
মা-রেখা গার্মেন্টের মালিক শাহ আলম জানান, সামনে শীতের মৌসুম আসছে। তাই তার কারখানাসহ এলাকার সবগুলো কারখানায় দিনরাত শীতের পোশাক তৈরি করে মজুদ করা হচ্ছিল।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যতক্ষণে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে আমার কারখানার মালামালসহ মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় এক কোটি টাকার ড়্গয়ড়্গতি হয়েছে। আমি একেবারে পথে নেমে গেলাম। ’ কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
মুক্তা গার্মেন্টের মালিক মো. মানিক মিয়া বলেন, ‘আমার কারখানার বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয়ে আগুনের ঘটনা ঘটে বলে শুনেছি। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ’ সমকাল সোয়েটার কারখানার মালিক মো. রাজা মিয়া দাবি করেন, তার কারখানার প্রায় ৮/১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনজুরুল আহসান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের দুটি ইউনিট ও সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























